বাংলাদেশের বিপক্ষে ড্র করায় ভারতীয় ফুটবলারদের ওপর ক্ষোভ ঝাড়লেন কোচ
সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ১০ জনের বাংলাদেশকে হারাতে পারেনি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা তিনি মানতে পারছেন না আর সেই জন্য ফুটবলারদের উপর ক্ষোভ উগরে দিলেন ভারত কোচ ইগর স্টিমাচ।
ভারতীয় ফুটবলারদের ওপর একরাশ ক্ষোভ কোচ স্টিমাচ বলেন, ‘সবকিছু তো আমাদের হাতেই ছিল। আমরাই তো খেলায় কর্তৃত্ব করছিলাম। এক গোলেও এগিয়ে ছিলাম। সবচেয়ে বড় পাওনা ছিল ৫৪ মিনিটে ওরা ১০ জন হয়ে গিয়েছিল। তবুও জিততে পারলাম না! বাচ্চা ছেলেদের মতো ভুল করতে লাগল আমাদের ফুটবলাররা! এত ভুল করলে তো বিপক্ষের আত্মবিশ্বাস বাড়বেই। এগুলো তো মেনে নেওয়া যায় না।’
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে ভারত। সেই ম্যাচের জন্য সুনীল ছেত্রীদের প্রস্তুত থাকার কথা জানিয়ে স্টিমাচ বলেন, ‘সব ভুলে এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এছাড়া কোনো উপায় নেই। তবুও বাংলাদেশের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট ভুলতে পারছি না। কিন্তু কেন ছেলেরা মোক্ষম সময় ঘাবড়ে যাচ্ছে সেই উত্তরও আমার কাছে নেই।’