রোহিঙ্গারা অন্য কোথাও চলে যেতে চাইলে যাক : পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তারা অন্য কোথাও চলে যেতে চাইলে যাক।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা ভাসানচর ও ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য ইন্টারনেট খুলে দিয়েছি। তারা এখন সেই ইন্টারনেট ব্যবহার করছে। ইন্টারনেটে তারা বিদেশে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে। এখানে (বাংলাদেশে) তারা কেন থাকে, তা নিয়ে তাদের আত্মীয়রা রাগারাগি করে। সে কারণে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা তো আর রোহিঙ্গাদের দাওয়াত করে আনিনি। তারা নিজের দেশে বা অন্য কোথাও যেতে চাইলে, যাক। সেটা আমাদের সমস্যা নয়।’
ড. মোমেন বলেন, ক্যাম্পের বাইরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা পালিয়ে গেলে আমরা তাদের ফেরত নিয়ে আসি।
তিনি বলেন, ভাসানচরে যেকোনো সময় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যাবে। দিনক্ষণ আমি জানি না। তবে এটা ফাইনাল হয়েছে।
এবার জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতারা সরব ছিলেন বলে উল্লেখ করেন তিনি।