স্বৈরতন্ত্রের কবলে বাংলাদেশ : ফখরুল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বর্তমানে পুরোপুরিভাবে স্বৈরতন্ত্রের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মুক্তকন্ঠে কথা বলা যায় না। কেউ লিখতে চাইলে তাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হয়। যারা স্বাধীনভাবে কথা বলতে চায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়।
বিএনপির লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য নয় উল্লেখ করে তিনি আরো বলেন, এ লড়াই ভোটের অধিকার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই। তাই হতাশ হলে চলবে না।
Posted in: জাতীয়