বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » তাইওয়ান চুক্তি মেনে চলবে চীন-যুক্তরাষ্ট্র

তাইওয়ান চুক্তি মেনে চলবে চীন-যুক্তরাষ্ট্র 

16573659418935_101

তাইওয়ান ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তারা তাইওয়ান চুক্তি মেনে চলতে সম্মত হয়েছেন। তাইওয়ান-চীন সম্পর্ক অবনতির মধ্যেই মিশিগান সফর শেষে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে ফিরে শিং চিনপিংয়ের সঙ্গে আলোচনার কথা সাংবাদিকদের জানান বাইডেন।

বাইডেন বলেন, আমি শি চিনপিংয়ের সঙ্গে কথা বলেছি। তাইওয়ান চুক্তি মেনে চলতে আমরা একমত হয়েছি। আমি মনে করি না চুক্তি মেনে চলা ব্যতীত তার অন্য কিছু করা উচিত। ওয়াশিংটনে দীর্ঘদিন চলা ‘এক চীন নীতি’র কথাই বলছেন বাইডেন। যার আওতায় ওয়াশিংটন তাইপেকে নয়, বরং বেইজিংকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে আসছে।

তাইওয়ান রিলেশন অ্যাক্ট এই বিষয়টিকে পরিষ্কার করে যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে নয়, বেইজিংয়ের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক রাখবে। আর তাইওয়ানের বিষয়টি ভবিষ্যতে শান্তিপূর্ণ সমাধান হবে এই প্রত্যাশা করে। চীন দাবি করে, তাইওয়ান তাদের নিজস্ব ভূমি, প্রয়োজনে তারা তা জোর করে দখল করবে। আর তাইওয়ান বলে, তারা স্বাধীন দেশ এবং এই স্বাধীনতা ও গণতন্ত্র তারা রক্ষা করবে। চলমান উত্তেজনার জন্য তারা চীনকে দায়ী করে।

তাইওয়ান অভিযোগ করেছে, শুক্রবার থেকে গত চার দিন তাদের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম বিমান প্রতিরক্ষা সীমায় চীনা বিমানবাহিনীর ১৪৮টি বিমান ঢুকেছে। অন্যদিকে গত শুক্রবার চীন জাতীয় দিবস হিসেবে সেদিন ছুটি উদযাপন করেছে। এদিকে গত রবিবার তাইওয়ানের কাছাকাছি সামরিক কার্যক্রম বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone