বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » শয়তানের চোখে পড়ে গিয়েছ, আরিয়ানকে বললেন হৃতিক

শয়তানের চোখে পড়ে গিয়েছ, আরিয়ানকে বললেন হৃতিক 

131755aryan-hrithik-1200

গত শনিবার রাতে এক বিলাসবহুল প্রমোদতরীতে আয়োজিত মাদক পার্টিতে গুপ্ত অভিযান চালায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এ পার্টি থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানসহ আরো অনেককে আটক করে তারা।

মাদককাণ্ডে গ্রেপ্তারের পর বলিউডের অনেকেই শাহরুখ এবং আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছেন। এবার প্রকাশ্যে আরিয়ানের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন হৃতিক রোশন।

চিঠিতে হৃতিক লেখেন,  ‘আমার প্রিয় আরিয়ান, জীবনে এই যাত্রাপথ বড়ই অদ্ভুত। এখানে অনিশ্চয়তার মধ্যেই দুর্দান্ত কিছু লুকিয়ে রয়েছে। জীবন তোমার দিকে কখনো একটি বাঁকা বল ছুড়ে দেবে, কিন্তু ঈশ্বর করুণাময়। তিনি কেবল কঠিনতম খেলোয়াড়দের সবচেয়ে কঠিন বল দেন। তোমাকে বুঝতে হবে তুমি স্পেশাল, এই খেলায় তাই তিনি তোমাকে বেছে নিয়েছেন। আমি জানি, তুমি খুবই চাপ অনুভব করছ। রাগ হচ্ছে, ভয় পাচ্ছ, অসহায় লাগছে। এই সব কিছুই তোমার মধ্যে লুকিয়ে থাকা হিরোকে জাগিয়ে তুলবে। তবে সাবধান! নিজের মধ্যে থাকা ভালোটাকে নষ্ট হতে দিয়ো না। তোমার ভেতরে দয়া, করুণা, ভালোবাসা আছে। নিজেকে দগ্ধ হতে দাও, কিন্তু এগুলোকে বাঁচিয়ে রেখো। ভুল-ভ্রান্তি, জয়-পরাজয় সবই আদতে এক। তোমাকে বুঝে নিতে হবে, কাকে আপন করবে, কাকে বাদ দেবে।’

হৃতিক আরো লেখেন, ‘তোমাকে ছোট থেকে চিনি। আবার একজন মানুষ হিসেবেও চিনি। অভিজ্ঞতা থেকে যা কিছু অর্জন করবে, সেগুলোই তোমার উপহার। আমাকে বিশ্বাস করো, এই বিন্দুগুলো যখন এক করবে, তখন দেখবে সবটাই অর্থপূর্ণ হবে।’

হৃতিকের ভাষ্য, ‘শয়তানের চোখে পড়ে গিয়েছ, নিজেকে শান্ত রাখো, আর সব কিছু দেখতে থাকো। এই মুহূর্তে তোমার ভেতরে টম তৈরি হচ্ছে। আর কিছুদিন পরই টমের জীবনে সূর্য উঠবে। তবে তার আগে অন্ধকার পথ দিয়ে হাঁটতে হবে। নিজের ওপর ভরসা রেখো, তোমার ভেতরেই আলো আছে। তোমার জন্য অনেক ভালোবাসা রইল।’

শাহরুখের এই চরম বিপদের সময় চলচ্চিত্রজগতের তারকাদের পাশাপাশি অগণিত ভক্ত তার পাশে দাঁড়িয়েছেন। একাধিক বলিউড তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন- প্রকৃত সত্য না আসা পর্যন্ত আরিয়ান খানকে যেন দোষী করা না হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone