বার্সা সভাপতির আশা ছিল, মেসি বিনা পয়সায় খেলবে
মেসিবিহীন বার্সেলোনা এখন ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ম্যাচ জিততে তো ভুলেই গেছে। হারতেও হচ্ছে বাজেভাবে। স্প্যানিশ লা লিগাও জনপ্রিয়তা হারিয়েছে। অন্যদিকে মেসিকে পেয়ে জমে উঠেছে ফরাসি লিগ ওয়ান। পিএসজির হয়ে মাঠ মাতাচ্ছেন মেসি-নেইমার-এমবাপ্পে। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা ভেবেছিলেন, লা লিগার আর্থিক আইনের কারণে মেসি বার্সা ত্যাগের পর হয়তো শৈশবের ক্লাবের প্রতি কৃতজ্ঞতার কারণে বিনা পয়সায় খেলার প্রস্তাব দেবেন! কিন্তু মেসি তো সেটা করেনইনি, বরং পিএজিতে গিয়ে তিনি খুশি।
এক সাক্ষাতকারে লাপোর্তা বলেছেন, ‘আমি আশা করেছিলাম অবস্থার পরিবর্তন হবে এবং মেসি বলবে, সে বিনা পয়সায় খেলতে চায়। কিন্তু তার মানের একজন খেলোয়াড় এটা করবে তা আমরা ভাবতে পারি না। আমি জানতাম যে, আমরা যখন আর্থিক অবস্থা পুনরুদ্ধার করব তখন তাকে ক্ষতিপূরণ দিতে পারব। কিন্তু প্যারিসে সে যা পাবে সেটা জানার পর এমন কিছু ভাবতে বলার দাবি করা অনুচিত।মেসি ক্লাবে থাকলে আমাদের ফেয়ার প্লের মধ্যে থাকা সম্ভব হতো না।’
বার্সেলোনার দুরাবস্থার জন্য লাপোর্তাকে দায়ী করছেন ক্লাবটির সাবেক সভাপতিরা। বেকায়দায় থাকা লাপোর্তা আরও বলেন, ‘তাকে দলে রাখার কোনো সুযোগ ছিল না, আমাদের অডিটের ফল জানতাম এবং মেসির ওপর বিনিয়োগ আমাদের ঝুঁকিতে ফেলতে পারত। বার্সেলোনা মেসি ও অন্য সবার উপরে। কোনো সুযোগ ছিল না। সে আমাদের কাছে একটি প্রস্তাব দিয়েছিল, আমরা চেষ্টা করেছি কিন্তু তার বেতনের মার্জিন পেতে আমাদের অসম্ভব একটি চুক্তি করতে হতো, যেটা হলো সিভিসি।’