বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির নিজস্ব ভবন উদ্বোধন

সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির নিজস্ব ভবন উদ্বোধন 

183902kalerkantho_jpg

দেশের মাটিতে একটি আন্তর্জাতিকমানের গবেষণাকেন্দ্রের সব ধরনের সুবিধা নিয়ে রাজধানীর উত্তরাতে সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির নতুন ভবন উদ্বোধন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠানে বিশ্বমানের লাইব্রেরি, গবেষণা ল্যাব, কনফারেন্স ও সেমিনার রুমসহ একটি অত্যাধুনিক মিলনায়তনের দ্বার উন্মোচন করা হয়। ইন্সটিটিউট ভবনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও গবেষকেরা বাংলাদেশে গবেষণার জন্য নিবেদিত এমন একটি উদ্যোগ নেওয়ায় সিমেক ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানান। তারা বলেন, সিমেকের এই উদ্যোগ তরুণ ও উদীয়মান গবেষকেদের সময়োপযোগী ও উদভাবনী গবেষণায় উদ্বুদ্ধ করবে।

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় নিযুক্ত বাংলাদেশি গবেষক ডক্টর সঞ্জীব রায় বলেন, বিশ্বায়নের যুগে জ্ঞানচর্চা ও মানসম্মত বিদ্যাশিক্ষা নিশ্চিত করতে হলে বিশ্বমানের গবেষণার ক্ষেত্র তৈরি করতে হবে। সেজন্য দেশের মাটিতে আন্তজাতিক মানের গবেষণাকেন্দ্র গড়ে তোলা অত্যন্ত জরুরি।

পুষ্টিবিদ, কৃষি গবেষক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মাস্টার ট্রেইনার (এসডিজি) ড. দেলোয়ার হোসেন মজুমদার বলেন, গবেষণার মাধ্যমেই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জণের পথ দেখানো সম্ভব। সিমেকের এই গবেষণাকেন্দ্র নতুন গবেষণা ও পলিসি তৈরির মাধ্যমে দিকনির্দেশণা দিতে পারে।

সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্ট, আইইউবিএটি’র কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর ডীন অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম দেশ-বিদেশের মেধাবী গবেষকদের আহ্বান জানিয়ে বলেন, সিমেক জাতীয় ও আন্তর্জাতিক পযায়ে গবেষণা প্রকল্প, স্কিল ডেভলপমেন্ট প্রশিক্ষণ ও কর্মমূখী শিক্ষার প্রসারে কাজ করে যাবে। ২০১৮ সালে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই রাজধানীতে নিজস্ব ক্যাম্পাস ও ময়মনসিংহে আউটার ক্যাম্পাসের কাজ শুরু করেছে।

ভোকেশনাল ও ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ে ট্রেনিং করানোর পাশাপাশি এসডিজি একশন রিসার্চ সেন্টার ও ইন্টারন্যালনাল রিসার্চ সেন্টারের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার, কর্মশালা, পাবলিক লেকচার ও গবেষণাপত্র প্রকাশে কাজ করছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এছাড়াও, সম্প্রতি এই ইন্সটিটিউটটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক ফ্রিল্যান্সিং অ্যাসেসম্যান্ট সেন্টার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

অনুষ্ঠানের সমাপণী বক্তব্যে সিমেক গ্রুপের চয়োরম্যান ইঞ্জিনিয়ার সরদার মোঃ শাহীন বলেন, জাপানের উচ্চশিক্ষা ও গবেষণার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে একটি বিশ্বমানের গবেষণাকেন্দ্র গড়ে তোলার লক্ষ্য থেকোই সিমেকের যাত্রা। সামাজিক শিক্ষায় শিক্ষিত একটি মেধাবী প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে সিমেক ভূমিকা রেখে যাবে বলে প্রত্যয় জানান তিনি।

গবেষণানির্ভর এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির মাধ্যমে দেশে বাস্তবমুখী, জীবনমূখী কর্মমুখী ও আধুনিক শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে বলে অভিমত দেন সিমেকের ট্রাস্টি ও পরিচালকবৃন্দ। সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিমেক গ্রুপের ভাইস চেয়ারম্যান মিসেস আফসানা খানম, পরিচালক ফোয়ারা ইয়াসমিন, রফিকুল ইসলাম সুজন, সরদার মো. বাহার, সরদার মো. শামীম। কনসালটেন্ট মো. শাজাহান মিঞা। উপ-পরিচালক আবুল হোসেন, উপ-পরিচালক ও সিমেক ইনষ্টিটিউটটির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আবু মুসা, পরিচালন কর্মকর্তা জামাল উদ্দিন আহমেদ, গবেষণা সহকারী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone