বীর মুক্তিযাদ্ধা ভারতী নন্দী সরকার আর নেই, প্রধানমন্ত্রীর শোক
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযাদ্ধা ভারতী নন্দী সরকার আর নেই। তিনি গতকাল বৃহস্পতিবার রাত একটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দিনাজপুর শহরের ফুলতলা শ্মশান ঘাটে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভারতী নন্দী সরকারকে গার্ড অব অনার শেষে তার অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের নেতারা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতী নন্দী সরকারের স্বামী প্রয়াত মিহির কুমার সরকার ছিলেন সাবেক দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার পুত্র শেখর কুমার সরকার সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদদের দায়িত্ব পালন করেছেন। অপর সন্তান শিমুল কুমার সরকার চাকুরীজীবী।
ভারতী নন্দী সরকার ১৯৯৬-২০০১ সালে সংসদ সদস্য ছিলেন।