বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ৬৮ বছর পর আবারও টাটার হাতে এয়ার ইন্ডিয়া

৬৮ বছর পর আবারও টাটার হাতে এয়ার ইন্ডিয়া 

194408kk_air_india

টাটা গ্রুপ ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে। এতে ৬৮ বছর পর আবারও টাটার হাতেই ফিরে এলো এয়ার ইন্ডিয়া। এজন্য গ্রুপটির ব্যয় হয়েছে ১৮ হাজার কোটি রুপি।  আজ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে ভারত সরকারের পক্ষ থেকে এ খবর জানানো হয়।

১৯৩২ সালে ভারত স্বাধীন হওয়ার আগে এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছিল টাটা গ্রুপ। তখন এটির নাম ছিল টাটা এয়ারলাইন্স। এর পর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়। গত সপ্তাহের শুরুতে এয়ার ইন্ডিয়ার দরপত্র মূল্যায়ন শুরু করে কেন্দ্রীয় সরকার। আজ শুক্রবার নিলামে দ্বিতীয় স্থানে ছিলেন স্পাইসজেটের প্রধান অজয় সিং। তাদের দরপত্র ছিল প্রায় ১৫ হাজার ১০০ কোটি রুপি।

বেশ কয়েক বছর ধরে ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়া। চলতি বছর আগস্টের শেষে এয়ার ইন্ডিয়ার মোট ঋণ ছিল ৬৫ হাজার ৫৬২ কোটি রুপি। মালিকানা হস্তান্তরের পর এয়ার ইন্ডিয়ার ঋণ থাকবে ৪৬ হাজার ২৬২ কোটি রুপি। এই ঋণ এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেডের (এআইএএইচএল) নামে চলবে।

সংস্থাটির মোট ১২৭টি উড়োজাহাজ রয়েছে, যা ৪২টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করে। এখন ভারতে মোট ৪ হাজার ৪০০টি অভ্যন্তরীণ এবং ১ হাজার ৮০০টি আন্তর্জাতিক অবতরণ এবং পার্কিং স্লটের পাশাপাশি বিদেশি বিমানবন্দরে ৯০০ স্লটের নিয়ন্ত্রণ পাবে টাটা গ্রুপ। এয়ার ইন্ডিয়ার কর্মীদের চাকরি ১ বছরের জন্য নিশ্চিত করা হয়েছে। এরপর যাদের ছাটাই দেওয়া হবে, তারা ভলান্টারি রিটায়ারমেন্টের সুযোগ পাবেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone