নয়া কৌশলে সানি লিওন!
বিনোদন ডেস্ক : ছবির প্রচারণার জন্য বলিউডের নায়ক-নায়িকারা অন্তপ্রাণ। নানা সময়ে বলিউডের নায়ক-নায়িকারা নিজের মুক্তি পাওয়া চলচ্চিত্রের প্রচারণার জন্য করেন নানা কৌশলী বিজ্ঞাপন। এবার সেই প্রচারণার পথে নামলেন সানি লিওন। তবে বরাবরেই মতই এবারও সানি ব্যতিক্রম। রাগিনী এমএমএস-২ ছবির প্রচারণার জন্য মুম্বাই শহরে রিকশা ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। প্রচারণার কেমন হলো তা সানির হাস্যজ্জ্বল মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবে রিকশা সফর নাকি তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। প্রচার শেষে গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন সানি।
Posted in: বিনোদন