বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বাংলাদেশের সম্ভাবনা অনেক বাধাও কম নয় : মজীনা

বাংলাদেশের সম্ভাবনা অনেক বাধাও কম নয় : মজীনা 

2186

এইদেশ এইসময়, ঢাকা : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের সম্ভাবনার কোনো সীমা নেই। এদেশের মানুষই অর্থনীতির মূল চালিকা শক্তি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি’র আয়োজনে ‘কিক অব রিকোগনাইজেশন ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক সৃজণশীল মানুষ রয়েছে। দেশের তথ্য-প্রযুক্তি, শিক্ষা, কৃষি ও শিল্প উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা ও দক্ষ জনশক্তি। পাশাপাশি নিশ্চিত করতে হবে আইনের সুশাসন ও নিরাপদ কাজের পরিবেশ। কমাতে হবে দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা।

মজীনা বলেন, এগুলোই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নতুন মাইলফলক হিসাবে চিহ্নিত হবে।

ঝড়, আইলা, সাইক্লোনসহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করাই বাংলাদেশের মূল পরিচয় হবে বলেও মনে করেন এই রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা এবং সকল ব্যাংকের নির্বাহী কর্মকর্তাগণ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone