বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » মিম-মেহজাবীনের ফিরিয়ে দেয়া সিনেমাটি বাঁধন করছেন

মিম-মেহজাবীনের ফিরিয়ে দেয়া সিনেমাটি বাঁধন করছেন 

145119Untitled-3_copy

নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমার জন্য ঢাকার একজন নায়িকা লাগবে, এ নিয়ে প্রথমে প্রস্তাব পাঠান বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন। শোনা যায় জয়া আহসানের নিকট প্রস্তাব ছিল।

মিম ও মেহজাবীন- এই দুই অভিনেত্রীরই একই মন্তব্য, ছবিটির গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। যার ফলে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’-খ্যাত এই নির্মাতার ছবি ফিরিয়ে দেন। কিন্তু আজমেরি হক বাঁধন ফেরালেন না। অভিনয় করছেন বিশালের ছবিতে।

ইনস্টাগ্রামে এ অভিনেত্রীর সঙ্গে ছবি প্রকাশ করে এই ঘোষণা দিয়েছেন স্বয়ং পরিচালক। ইনস্টাগ্রামে ‘হ্যাশট্যাগখুফিয়া’ যুক্ত করে বিশাল ভরদ্বাজ লিখেছেন, বাংলাদেশের অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।

বিশালের পোস্ট করা ছবি দেখেই বোঝা যাচ্ছে বাঁধন মুম্বাইতে এখন, অথবা গিয়েছিলেন। তবে এ বিষয়ে একেবারে গণমাধ্যমের নিকট মুখ খুলছেন না, শুধু ইনস্টাগ্রামের পোস্ট দিয়ে জানালেন নিজের অভিনয়ের কথা।

নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমাটি অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ বইয়ের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা (র), ভারতের বাইরের গোয়েন্দা সংস্থা এবং ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব কীভাবে অদৃশ্য হয়ে যায়, সেই গল্প নিয়ে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone