চালু হতে যাচ্ছে আফগানিস্তানের সবচেয়ে বড় ওষুধ ফ্যাক্টরি
আফগানিস্তানের কান্দাহারে ৫০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি ওষুধ কারখানা নির্মিত হচ্ছে। অন্তত কয়েক ডজন আফগান বিনিয়োগকারীর এ কারখানা নির্মাণে বিনিয়োগ করেছেন। কান্দাহারের আইনো মিনা শহরে প্রায় পাঁচ বছর আগে ‘সানোফার্মা মেডিসিন’ কারখানার নির্মাণ শুরু হয়েছিল। এবং এর কাজ এখনও চলছে।
কান্দাহার চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কর্মকর্তারা জানান, কারখানাটি আগামী এক বছরের মধ্যে ওষুধ উৎপাদন শুরু করবে। কান্দাহারের এ ওষুধ কারখানাটি হবে আফগানিস্তানের সবচেয়ে বড় ওষুধ উৎপাদন কেন্দ্র।
এর আগে, দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, কারখানাটি প্রতিদিন এক টন পর্যন্ত ওষুধ উৎপাদন করতে সক্ষম হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কারখানাটি চালু হলে আফগানিস্তানের অন্যান্য দেশে তৈরি ওষুধের চাহিদা অনেক কমে যাবে।