‘অপেশাদার’ তালেবান, সব কাবুল ফ্লাইট বাতিল করল পিআইএ
আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের অপেশাদার আচরণের কারণে বৃহস্পতিবার থেকে কাবুলগামী সব ফ্লাইট বাতিল করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ।
মধ্য আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা আরোহণের পর পুনরায় তাদের বিশেষ ফ্লাইট চালু করে পিআইএ। আর এ বিমান চলাচল যেন ছিল একটি লাইফলাইন, অনেক আফগানদের জন্য- যাঁরা এই শাসন ও অর্থনৈতিক সংকট থেকে পালাতে চাচ্ছিলেন।
পিআইএ মুখপাত্র আব্দুল্লাহ হাফিজ খান এএফপিকে জানান, কাবুল বিমান কর্তৃপক্ষের অপেশাদার আচরণের কারণে আমাদের ফ্লাইটগুলো প্রায়ই অযথা বিলম্বের সম্মুখীন হচ্ছিল। আর পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত ফ্লাইটগুলো ফের চালু হচ্ছে না।
এয়ারলাইনের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, তালেবান কর্মকর্তারা প্রায়ই ‘অবমাননাকর’ কথা বলতেন এবং কর্মীদের ‘শারীরিকভাবে হেনস্তা” করতেন।