বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি : রাইমা সেন

বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি : রাইমা সেন 

17014211-2105260046

পর্দায় বেশ কয়েকবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী রাইমা সেন। কিন্তু বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন এ নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুলে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

সম্প্রতি আনন্দবাজার অনলাইনের জন্য ফটোশুটে  এই প্রশ্নেরই মুখোমুখি হয়েছিলেন রাইমা। তিনি এ বিষয়ে বেশ খোলামেলা কথা বলেছেন।

নিজেকে নিয়ে রটতে থাকা গুঞ্জন বিষয়ে যথেষ্ট সচেতন ওয়াকিবহাল সুচিত্রা-নাতনি। সম্প্রতি এক চিত্রগ্রাহকের সঙ্গে নাম জড়িয়েছিল তার। অবশ্য এসবে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যাচ্ছেন রাইমা।

এ প্রসঙ্গে রাইমা সেন বলেন, ‘‘যা সত্য নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। আমি কোনও চিত্রগ্রাহকের সঙ্গে ছবি  তুললাম, আর ১০টি গল্প হয়ে গেল! এতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা-বাবা আছেন। তাদের বন্ধুরা এই সব মিথ্যা গল্প ওদের পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই।’

তিনি আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করব না। নিজের কাজটাই মন দিয়ে করব। নিজের মতো করে থাকব।’

এর আগে নিখিলের সঙ্গে রাইমার ‘বন্ধুত্ব’এর কানাঘুষা শোনা যায়।  নিখিলের শেয়ার করা ছবিতে কমেন্ট করতে দেখা গেছে রাইমাকে। একটি মাত্র কথা লিখেছিলেন তিনি ‘ব‍্যাক’।

এতেই নেটিজেনরা ধরেই নিয়েছিল তবে কি  দুজনের মধ‍্যে কি নতুন বন্ধুত্ব শুরু হয়েছে?

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone