বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » টানা ২৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা

টানা ২৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা 

09510487

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুক্রবার ভোরে জয় পেয়েছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কোলানির শিষ্যরা। এই জয়ের ফলে বিশ্বকাপ বাছাই পর্বে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের টিকিট প্রাপ্তির খুব কাছাকাছি রয়েছে দলটি।

মেসির দলের এই দুর্দান্ত ফর্ম চলছে গত দুই বছরেরও বেশি সময় ধরে। টানা ২৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা, একবারও দেখেনি হারের মুখ। ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারের পর থেকে অপরাজিত রয়েছে দলটি।

এই সময়ে মেসিরা দুইবার হারিয়েছে ব্রাজিলকেও। এমনকি সেলেসাওদের হারিয়েই ২০২১ সালে কোপার শিরোপা জেতে আর্জেন্টিনা। ২০১৯ সালের শেষের দিকে ব্রাজিলকে হারিয়ে সুপার ক্লাসিকো জিতেছিল মেসিরা। ২০১৯ সালের ৩ জুলাই কোপার সেমিফাইনালে বির্তকিত হারটিই আর্জেন্টিনার সর্বশেষ পরাজয়।

ব্রাজিলের মতো উরুগুয়েকেও দুইবার হারের স্বাদ দিয়েছে আর্জেন্টিনা। খেলেছে জার্মানির বিপক্ষেও। তবু অপরাজিত মেসিরা। সামনের ম্যাচগুলোতে প্রতিপক্ষদের হারিয়ে জয়ের সংখ্যাটা বাড়ানোর সুযোগ রয়েছে মেসিদের সামনে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone