বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আইপিএলের ফাইনালে কলকাতা ও চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

আইপিএলের ফাইনালে কলকাতা ও চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ 

1145249

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরের (আইপিএল) ফাইনাল আজ। আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের সফলতম দলগুলোর একটি হলো চেন্নাই। এ পর্যন্ত তিনবার শিরোপা জিতেছে তারা। অন্যদিকে, দুইবার ফাইনালে উঠে দুইবারই ট্রফি উঁচিয়ে ধরেছে কেকেআর। তবে পরিসংখ্যানে এগিয়ে থাকা চেন্নাই চলতি আসরেও গ্রুপ পর্বে দুইবারই হারিয়েছে কলকাতাকে। আজকের ম্যাচেও কলকাতা একাদশে দেখা যেতে পারে বাংলাদেশের সাকিব আল হাসানকে।

ফাইনালে দুদলের সম্ভাব্য একাদশ

চেন্নাই: রুতুরাজ গাইকওয়াদ, ফাফ দু প্লেসি, রবিন উথাপ্পা, মঈন আলী, আম্বাতি রাইডু, মেহেন্দ্র সিং ধোনী, রবিন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার ও জশ হ্যাজেলউড।

কলকাতা: শুভমান গিল, ভেঙ্কেটেস আয়ার, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, এউইন মরগান, দিনেশ কার্তিক, সাকিব আল হাসান/আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লোকি ফার্গুসন, শিভাম মাভি ও বরুণ চক্রবর্তী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone