বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » উন্মোচিত হলো “লাখো কন্ঠে সোনার বাংলা” এর লোগো

উন্মোচিত হলো “লাখো কন্ঠে সোনার বাংলা” এর লোগো 

lakho-kontho-1

এইদেশ এইসময়, ঢাকা : স্বাধীনতা দিবসে লাখো জনতা সমবেত কন্ঠে গাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ।বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে,আয়োজনটির সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রায় তিন লাখ মানুষের সম্ভাব্য অংশগ্রহনে সৃষ্টি হবে নতুন বিশ্ব রেকর্ড।

জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রায় তিন লাখ মানুষের সম্ভাব্য অংশগ্রহনে গাওয়া হবে 1বাংলাদেশের জাতীয় সঙ্গীত। মার্চ ২৬, ২০১৪ তারিখে অনুষ্ঠিতব্য “লাখো কন্ঠে সোনার বাংলা” শীর্ষক এই আয়োজনটির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। আজ জাতীয় শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা প্রদান করেন মাননীয় মন্ত্রী। এসময় আরো উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু, এমপি; বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় সচিব ড: রঞ্জিত কুমার বিশ্বাস, এনডিসি; সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে: জেনারেল আবু বেলাল মোহম্মদ শফিউল হক; এনডিসি, পিএসসি; নবম ডিভিশন জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী, বীর বিক্রম, এনডিসি, পিএসসি; সেনাবাহিনী সদর দপ্তরের অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল আশরাফ ইউসুফ আবদুল্লাহ এনডিসি, পিএসসি এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান সমন্বয়কারী কমোডোর এমদাদুল হক ডিজি, সিএমআর, এএফডি। “লাখো কণ্ঠে সোনার বাংলা” ক্যাম্পেইন এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone