রাজধানীতে বিক্ষোভ মিছিলে বাধা, ৫ পুলিশ আহত
রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ায় সংঘর্ষে ৫ পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে বাইতুল মুকাররম উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করে মালিবাগ মুসলিম যুবসমাজ নামে একটি সংগঠন।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর পল্টন থানা এলাকার নাইটিঙ্গেল মোড়ে এই ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগ সহকারী কমিশনার (এসি) বাইজিদুর রহমান গণমাধ্যমকে বলেন, পবিত্র জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে প্রায় ২ থেকে ৩ হাজার বিক্ষোভকারী মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ে আসে। সেখানে মিছিলটিতে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোঁড়ে ও লাঠিসোটা নিয়ে হামলা করে। তখন তিনজনকে আটক করে পুলিশ।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের ৫ সদস্য হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।