বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » রানি মুখার্জির দুর্গাপূজা ও মেয়ের ‘কারাক চা’ খাওয়া

রানি মুখার্জির দুর্গাপূজা ও মেয়ের ‘কারাক চা’ খাওয়া 

150904245928867_701770061216013_6029906474122083232_n_copy

রানি মুখার্জি বাঙালি কন্যা। দুর্গাপূজায় মেতে উঠবেন এ যেন স্বাভাবিক। করোনা মহামারির কারণে কিছুটা অনাড়ম্বরভাবে এ বছর দুর্গাপূজার আয়োজন হয়েছে। তবে শত ব্যস্ততার মাঝেও ঠিকই পূজা মণ্ডপে হাজির হয়েছেন রানি।

পূজার সবচেয়ে প্রিয় স্মৃতি প্রসঙ্গে রানি মুখার্জি বলেন, ২০১৯ সালে আমার মেয়ে আদিরা যখন প্রথম পূজা দেখতে গিয়েছিল। সে তখন কিছুটা বুঝতে শিখেছে এবং সবকিছু নিজেই উপভোগ করছিল। মজার বিষয় হলো, তখন তার বয়স মাত্র তিন বছর। আর বিস্ময়কর ব্যাপার হলো, সেই দিন থেকে এখনো সে কারাক চায়ের কথা মনে রেখেছে, পূজা মণ্ডপের একটি স্টলে সেটি খেয়েছিল।

তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে পূজার সময় আমার সবচেয়ে পছন্দের বিষয় হলো পরিবারের সবাই একত্রিত হওয়া। পূজার এই পাঁচ দিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে খাওয়া, নতুন পোশাক পরা ও পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখা সবচেয়ে বেশি মজা।’

এই বছর দুর্গাপূজাতে একটি বিষয় ভীষণ মিস করবেন বলে জানান রানি। এই অভিনেত্রী বলেন, এই বছর পূজা দেখতে আসা মানুষকে খাবার খাওয়াতে পারব না। আমি মনে করি, প্রত্যেক বাঙালি, তিনি পৃথিবীর যে স্থানেই থাকুন না কেন, এই পাঁচ দিন প্রিয়জনদের সঙ্গে কাটানোর জন্য অপেক্ষা করেন।

অনেকটা চুপিসারেই ২০১৪ সালে বলিউড প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। বিয়ের পর থেকেই নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নেন তিনি। এরপর ২০১৫ সালের ৯ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আদিরা। যদিও বিরতি ভেঙে আবারো অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone