বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন আতহারসহ ২১ জন

বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন আতহারসহ ২১ জন 

142625athar

আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি স্বাগতিক ওমান আর পাপুয়া নিউগিনি। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু মাঠে নয়, ধারাভাষ্যকক্ষেও রীতিমতো তারার মেলা বসবে। পুরনো রথি-মহারথিদের সাথে দেখা যাবে অতি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া অনেক তারকাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ২১ সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আইসিসি। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছেন আতহার আলী খান। ভারত থেকে আছেন কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার, মুরালি কার্তিক, হার্শা ভোগলে।  ইয়ান বিশপ, মাইক আথারটন এবং ড্যানি মরিসনের মতো জনপ্রিয় ধারাভাষ্যকারদেরকেও দেখা যাবে বিশ্বকাপে। এছাড়া ২১ জনের ধারাভাষ্যকার টিমে আছেন স্কটল্যান্ডের সাবেক ক্রিকেটার প্রিস্টন মমসেন।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সাবেক ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি এবার ধারাভাষ্য দেবেন। সদ্য অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন এবং ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় শেন ওয়াটসনকেও দেখা যাবে মাইক্রোফোন হাতে। পুরুষদের পাশাপাশি নারী ধারাভাষ্যকাররাও থাকছেন। তবে শুধু আঞ্জুম চোপড়া এবং নাটালি জার্মানোসকেই দেখা যাবে ধারাভাষ্য দিতে।

২১ জনের ধারাভাষ্য প্যানেল : আতহার আলী খান, ইয়ান বিশপ, শেন ওয়াটসন, ডেল স্টেইন, সুনিল গাভাস্কার, ড্যারেন স্যামি, নাসের হুসাইন, আঞ্জুম চোপড়া, ড্যানি মরিসন, রাসেল আর্নল্ড, মার্ক নিকোলাস, নিয়াল ও’ব্রায়েন, হার্শা ভোগলে, মাইকেল আথারটন, নাটালি জার্মানোস, সাইমন ডউল, প্রিস্টন মমসেন, এমপুমেলেলো এমবাংওয়া, মুরালি কার্তিক, বাজিদ খান, অ্যালান উইলকিন্স।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone