নাইজারে স্কুলে আগুন, প্রাণ গেল ২৬ শিশুর
আফ্রিকার দেশ নাইজারের মারাদি শহরের একটি স্কুলে আগুন লেগে অন্তত ২৬ শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরো ১৩ শিশু। যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।সোমবার (৮ নভেম্বর) খড় ও কাঠের তৈরি ওই স্কুলে আগুন লাগে। এর ঠিক সাত মাস আগে দেশটির রাজধানী নিয়ামেও আগুন লেগে ২০ শিশুর মৃত্যু হয়েছিল।মাদাবি শহরের মেয়র চাইবো আবুবক্কর জানান, ছন-কাঠের তৈরি শ্রেণিকক্ষে সোমবার হঠাৎ আগুন লাগে। ‘এখন পর্যন্ত আমরা ২৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আহত ১৩ শিশুকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।’ এক বিবৃতিতে নাইজার সরকার খড় ও কাঠদিয়ে তৈরি সব স্কুল বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে। এ ঘটনায় সেখানে তিন দিনের শোক ঘোষণা করেছে।