সাগর-রুনি হত্যা মামলা আদালতে তদন্ত কর্মকর্তা
আদালত প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন জানাতে আদালতে হাজির হয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে তদন্ত কর্মকর্তা জাফর উল্লাহ আদালতে হাজির হন। তবে প্রয়োজনীয় নথিপত্র না আসায় বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত বেঞ্চ দুপুর দুইটায় শুনানির সময় নির্ধারণ করেন।
এর আগে ওই হত্যা মামলায় তদন্তের অগ্রগতি জানাতে গত ১৮ ফেব্রুয়ারি র্যাবের তদন্ত কর্মকর্তাকে তলব করে হাই কোর্ট।
হত্যাকা-ের পর দুই বছর পেরিয়ে গেলেও অভিযোগপত্র না হওয়ায় এ মামলায় গ্রেপ্তার তিন আসামি ওইদিন জামিন চাইতে হাই কোর্টে গেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তাকে ৫ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়ে র্যাবের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে আদালত।