বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » দায়িত্ব নিয়েই পরিবর্তন আনলেন জাভি

দায়িত্ব নিয়েই পরিবর্তন আনলেন জাভি 

রোনাল্ড কোমানের চাকরি যখন সুতোয় ঝুলছিল, তখনই জাভি হার্নান্দেজের বার্সেলোনার কোচ হওয়ার গুঞ্জন চলছিল। তখনই জাভি জানিয়েছিলেন, বার্সার দায়িত্ব নিলে বেশ কিছু পরিবর্তন আনবেন।যেই কথা, সেই কাজ। সোমবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার দায়িত্ব নিয়েই দলের ইনজুরি সমস্যা সমাধানে জোরালো পদক্ষেপ নিলেন জাভি।গত কয়েক মৌসুমে বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে চোট প্রবণতা দেখা দিয়েছে প্রকটভাবে। চলমান এই সমস্যার ফলে খেলোয়াড় এবং স্টাফদের মধ্যে দূরত্ব বাড়ছে। পাশাপাশি লা লিগার সেরা চারে থাকার দৌড়েও ক্রমাগত পিছিয়ে পড়ছে বার্সা।চোটগ্রস্ত খেলোয়াড়েরা দলের ফিটনেস কোচদের ওপর দায় চাপানো শুরু করেছেন। এএস রিপোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, ফিজিও জুয়ানজো ব্রাউ ও ফিজিকাল ট্রেইনার আলবার্ট রোকা- এই দুজনের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন জাভি।কোমানের সঙ্গে আসা এই দুজনকেও বার্সার দরকার নেই বলে জানিয়েছেন জাভি। তাই এ দুজনকে বরখাস্ত করে দিয়েছেন বার্সার নতুন কোচ। এএসের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, জুমি মুনিল ও রিকার্ড প্রুনাকে খেলোয়াড়দের চোটের সমস্যা সমাধানে আবারও বার্সায় ফেরাতে চান জাভি।মুনিল, প্রুনা আগেও বার্সার ফিজিও হিসেবে কাজ করেছেন। মুনিল ও প্রুনার ব্যাপারে দলের স্পোর্টিং ডিরেক্টর মাতেউ আলামানির সঙ্গে এরই মধ্যে জাভি আলোচনা করে ফেলেছেন।প্রুনা বার্সায় এর আগে ২৫ বছর দায়িত্ব পালন করেছিলেন। তবে ২০২০ এর সেপ্টেম্বরে বার্সার দায়িত্ব ছেড়ে দেন এবং এখন তিনি দুবাইয়ে আছেন।উল্লেখ্য, বার্সার বেশিরভাগ খেলোয়াড় মাসল ইঞ্জুরিতে ভুগছেন। এই তালিকায় আছেন পেদ্রি গনজালেজ, ওসুমানে দেম্বেলে, নিকো গনজালেজ, জেরার্ড পিকে, এরিক গার্সিয়া ও আনসু ফাতিরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone