সঞ্জয় বাঙ্গার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচ
আইপিএলের আসন্ন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে। ২০২২ সালের আসর থেকে ব্যাঙ্গালুরুর ডাগআউটে থাকবেন ৪৯ বছর বয়সী বাঙ্গার।তিনি দায়িত্ব নিলেন কিউই কোচ মাইক হেসনের জায়গায়। এখন থেকে নিজের আসল পদবি ব্যাঙ্গালুরুর টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন হেসন।নতুন কোচের সন্ধান পেলেও, অধিনায়কের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি ব্যাঙ্গালুরু। ২০২১ সালের আসর শেষেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। ফলে নতুন মৌসুমে নতুন অধিনায়ক খুঁজতে হবে ব্যাঙ্গালুরুকে।দলটির নতুন কোচ বাঙ্গার ভারতের হয়ে ১২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে একাধিক দায়িত্বে কোচিং করিয়েছেন বাঙ্গার। ২০১০ সালের আইপিএলের দল কোচি টাস্কার্স কেরালার ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি।পরে ২০১৪ সালের আইপিএলের আগে তাকে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই আসরেই ড্যারেন লেহম্যানের কাছ থেকে তিনি প্রধান কোচের দায়িত্ব নেন। তার অধীন সেবার রানার্সআপ হয় পাঞ্জাব।তিনি ভারতীয় দলে টানা পাঁচ বছর ব্যাটিং কোচ ও সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। এছাড়াও ২০১৬ সালে জিম্বাবুয়ে সফরকারী ভারতীয় দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ ছিলেন তিনি। সবমিলিয়ে অভিজ্ঞতার দিক থেকে তার ঝুলি বেশ ভারী।হেড কোচের দায়িত্ব পাওয়ার পর বাঙ্গার বলেন, ‘আরসিবির মতো দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করা সম্মানের এবং এটি দারুণ সুযোগও বটে।