আইএসের বিরুদ্ধে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের অভিযান
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান সন্দেহভাজন আইএস জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়েছে। সোমবার কর্মকর্তারা এ খবর জানান।
কান্দাহার প্রদেশের অন্তত চারটি জেলায় মধ্যরাতে এ অভিযান শুরু করা হয়। আইএসের স্থানীয় গ্রুপ ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে চালানো এ অভিযান সোমবার সকাল পর্যন্ত চলে। তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল গাফ্ফার মোহাম্মদি এ তথ্য জানিয়ে বলেন, অভিযানে এ পর্যন্ত চার আইএস জঙ্গি নিহত এবং ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া একজন ঘরের ভেতরেই বিস্ফোরণ ঘটিয়ে আত্মাহুতি দিয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের গোয়েন্দা সংস্থার একজন সদস্য বলেছেন, অভিযান চলাকালে তিন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।