নতুন লুকে প্রসেনজিৎ
ব্যতিক্রমধর্মী সিনেমায় ভিন্ন চরিত্রের অভিনয়ে তার জুড়ি মেলা ভার। তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি। ইন্ডাস্ট্রির প্রয়োজনে সিনেমা করছেন দেব-জিতের সঙ্গে। দেবের সঙ্গে ‘কাছের মানুষ’ সিনেমায় পর্দায় করবেন প্রসেনজিৎ। আর জিতের প্রযোজনায় অভিনয় করছেন ‘আয় খুকু আয়’ সিনেমায়।
এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন মিথিলা, দিতিপ্রিয়া। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। আর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে প্রসেনজিতের একটি ছবি। তাতে একেবারেই নতুন লুকে দেখা গেছে অভিনেতাকে। ছবিতে দেখা গেছে, পুকুর ঘাটের পাকা আসনে পা তুলে বসে আছেন প্রসেনজিৎ। তার মাথায় টাক, দাঁড়ি-গোঁফ কাঁচাপাকা, পরনে লুঙ্গি, দৃষ্টি মলিন আর মুখে আলতো হাসি। অন্য ছবিতে তার সঙ্গে দিতিপ্রিয়াকেও দেখা গেছে। তার সাজে পরিষ্কার বোঝা যাচ্ছে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। ‘আয় খুকু আয়’ সিনেমায় আরও অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস। সিনেমায় থাকছে হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের গাওয়া ‘আয় খুকু আয়’ গানটি। নতুন করে গানটি তৈরি করেছেন রণজয় ভট্টাচার্য। গানে কণ্ঠ দিতে পারেন শ্রীকান্ত আচার্য। খবর : আনন্দবাজার পত্রিকা।