বিশ্বব্যাপী করোনায় একদিনে মৃত্যু ৫ হাজারের বেশি
মঙ্গলবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে,বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫১ লাখ ২১ হাজার ৬২৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৪৩০ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১২ লাখ ৯৬ হাজার ১৮৮ জন।গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩১৫ জন। এর আগের দিন করোনায় মারা ৪ হাজার ৯৫০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৬ হাজার ২৩৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩ হাজার ৮৮৮ জনের।করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮৪ হাজার ৭৭৯ জন মানুষ মারা গেছেন।এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৫৩৬ জনের। মারা গেছেন ৪ লাখ ৬৩ হাজার ৬৫৫ জন।