শ্রীলঙ্কার চায়ে রয়েছে ‘কামোদ্দীপক
লাইফস্টাইল, ডেস্ক : চা বেশি খেলে অনেকের ঘুমের সমস্যা হয়। অনেকে আবার ত্বক কালো হওয়ার ভয়ে চা খেতেই চান না। অনেকের আবার চা না খেলে যেমন দিন শুরু হয় না তেমনি শেষও হয় না। মানে ঘুমাতে যাওয়ার আগেও তাদের চা চাই।
গবেষণায় বারবার দেখা গেছে, চায়ের অনেক ভেষজ গুণ আছে। আর চা খেলে ত্বক কালো হয় কিংবা ঘুম কম হয়, এটা একেবারেই ভ্রান্ত ধারণা।
চা খেলে শরীরে কর্মশক্তি বাড়ে। উদ্দীপনা সৃষ্টি হয়। শরীর মন সতেজ হয়ে ওঠে। অনেক সময় চা খেলে মাথাব্যথাও সেরে যায়। সবুজ চা মেদ কমাতে সাহায্য করে। এমনি করে গুনলে দেখা যাবে চায়ের অনেক গুণ।
সম্প্রতি শ্রীলঙ্কার চা ব্যবসায়ীরা চায়ের আরো একটি গুণের কথা প্রচার করছেন, আর তা হলো শ্রীলঙ্কার চায়ের মধ্যে কামোদ্দীপক পদার্থ আছে। আর এ চা পান করলে যৌনশক্তি বেড়ে যাবে।
এক ধরণের সাদা রংয়ের চা পাতার মধ্যে বিশেষ এই গুণটি আছে বলে তারা দাবি করেছেন।
হোয়াইট টি পান করলে শুধু যে যৌনশক্তি বাড়ে তা নয়, এর মধ্যে থাকা উপাদানগুলোর কারণে নাকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। রক্ত সঞ্চালন প্রক্রিয়ায়ও ঠিক থাকে।
হোয়াইট চা তৈরি করতে গাছের একেবারে কচি কুঁড়িগুলো সংগ্রহ করে সেগুলোর রং সাদা বা সোনালী না হওয়া পর্যন্ত রোদে শুকানো হয়। জানা গেছে চীনা ব্যবসায়ী, সৌদি আরব ও জাপানের ধনকুবেরদের কাছে এই চা দিনদিন জনপ্রিয় হচ্ছে।