ড্রোন কিনছে ফেসবুক
প্রযুক্তি ডেস্ক : ড্রোন শব্দটি মনে এলেই অনেকে আঁতকে ওঠেন। অনেকেরই চোখের সামনে ভেসে ওঠে ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ও রক্তাক্তদের কথা। কিন্তু এই ড্রোনকে চাইলে ভালো কাজেও ব্যবহার করা যায়। আর সে কথা মাথায় রেখেই এবার সৌরবিদ্যুৎ চালিত ড্রোন কিনতে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি ফেসবুক।
এরইমধ্যে ফেসবুক কর্তৃপক্ষ নাকি ৬০ মিলিয়ন ডলার ব্যায়ে ড্রোন নির্মাতা টাইটান অ্যারোস্পেসের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে। অনেক উঁচুতে উড়তে পারা এই ড্রোনের মাধ্যমে ফেসবুক তার কাস্টমারদের বিম ওয়ারলেস সিস্টেমের মাধ্যমে তারবিহীন ইন্টারনেট সুবিধা দিতে পারবে।
সম্প্রতি টেকক্রাঞ্চ নামে একটি প্রযুক্তি ব্লগ এই সংবাদ দিয়েছে। অ্যারোস্পেসের সঙ্গে ফেসবুকের এই ড্রোন ক্রয় চুক্তি নাকি গত সোমবারই স্বাক্ষর হয়ে গেছে। যদিও ফেসবুক বা অ্যারোস্পেস কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো মুখ খোলেনি।
বলা হচ্ছে, বিম ওয়ারলেস সিস্টেমের মাধ্যমে ফেসবুক আফ্রিকা ও এশিয়ার দুর্গম অঞ্চলগুলো যেখানে এখনো মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে না, সেখানে তারবিহীন ইন্টারনেট সুবিধা দিতে পারবে।