গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ২ জন আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দুজন।ফায়ার সার্ভিস জানায়, সকাল সাতটার দিকে পাঁচ যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলায় যাচ্ছিল। অটোরিকশাটি বকচর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রংপুরগামী একটি নৈশকোচ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হন।