সহকর্মীর গুলিতে পুলিশ কনস্টেবল আহত
নিজস্ব প্রতিবেদক : তর্কাতর্কির জের ধরে সহকর্মীর গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে বাঘাইছড়ির বাঘাইহাট পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রেশনকে কেন্দ্র করে দু’জনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে কনস্টেবল মোক্তাদির তার চায়নিজ রাইফেল দিয়ে কনস্টেবল আনোয়ার হোসেনকে (২৪) পর পর তিন রাউ- গুলি করে।
গুলিবিদ্ধ আনোয়ারকে আশংকাজনক অবস্থায় খাগড়াছড়ির দিঘীনালা সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ১২টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান।
বাঘাইহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আজিজ জানিয়েছেন, ঘটনার পর কনস্টেবল মোক্তাদিরকে আটক করা হয়েছে।