অরুণাচল প্রদেশে গ্রাম নির্মাণ করছে চীন
উত্তর সুবনসিরির পরে এ বার অরুণাচল প্রদেশের শি ইয়োমি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলএসি) লঙ্ঘন করে চীনা সেনার বিরুদ্ধে গ্রাম বানানোর অভিযোগ তুলা হয়েছে। অরুণাচলের শি ইয়োমি জেলায় নিয়ন্ত্রণরেখার প্রায় ছ’কিলোমিটার ভেতরে ঢুকে একটি গ্রাম বানিয়েছেন চীন।এ দাবির সমর্থনে একটি স্যাটেলাইট থেকে তোলা ছবিও প্রকাশ করা হয়েছে। ওই স্যাটেলাইট ছবিটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তোলা। সেই সঙ্গে ২০১৯ সালের মার্চে তোলা ঠিক একই এলাকার আরেকটি স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালের ছবিতে নদীর তীরে জনবসতির কোনও চিহ্ন নেই। কিন্তু দু’মাস আগে তোলা ছবিতে দেখা যাচ্ছে বাড়ির সারি।সদ্য গড়ে ওঠা ওই গ্রামের প্রায় ৯৩ কিলোমিটার পশ্চিমে চীনের একটি জনপদ রয়েছে।চলতি বছরের শুরুতে অরুণাচলের উত্তর সুবনসিরি জেলায় ভারতীয় ভূখণ্ডের চার কিলোমিটার ভেতরে ঢুকে তাসরি চু নদীর তীরে বানানো চীনা সেনার গ্রাম বানানোর স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়েছিল। তাতে ধরা পড়েছিল ১০১টি বাড়ির অস্তিত্ব। অরুণাচলের বিজেপি সাংসদ টাপির গাও সে সময় লোকসভায় দাঁড়িয়ে চীনা জবরদখলের বিরুদ্ধে সরব হয়েছিলেন।এর আগে বুধবারই একটি সংবাদমাধ্যমে চীনা সেনার বিরুদ্ধে ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ড জবরদখল করে গ্রাম তৈরির অভিযোগ তোলা হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত নতুন ছবিতে উঠে এসেছে এসব তথ্য। চীন এবং ভুটানের বিতর্কিত ডোকলাম মালভূমি অঞ্চলে চীন স্থাপনাগুলো গড়ে তুলেছে। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখা গেছে ভুটান ভূখণ্ডের প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নতুন গ্রামগুলো গড়ে তোলা হয়েছে।গ্রামগুলি ২০২০ সালের মে থেকে ২০২১ সালের নভেম্বরের মধ্যে তৈরি করা হয়েছে। ভুটানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ভারত সরকার নিজেদের দায়বদ্ধ মনে করে বলে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে নয়া দিল্লি। খবর : এনডিটিভি।