নতুন ক্রিকেট দল কিনলেন শাহরুখ খান
ক্রিকেটে নতুন দল কিনলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। সিপিএলে ট্রিনবাগো নাইট রাইডার্সও তার দল। এবার এমিরেটস টি-টোয়েন্টি লিগে ফ্র্যাঞ্চাইজি কিনলেন কিং খান।শুধু শাহরুখ নন, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের মালকিন নীতা আম্বানিও দল কিনেছেন নতুন এ লিগে। টুর্নামেন্টটি আয়োজন করছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।টি-টোয়েন্টির বদৌলতে দিন দিন বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট। মরুভূমির বুকে তা রীতিমতো ঝড় তুলছে। তাই সংযুক্ত আরব আমিরাতে এ টুর্নামেন্টের ভবিষ্যতে সফলতাই দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।ফলে ঠিক জায়গাতেই তীর মেরেছেন শাহরুখ ও মুকেশ পত্নী। তারা ছাড়া আইপিএলের দিল্লি ক্যাপিটালসের কিরণ কুমার গান্ধী এবং ফাইনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি ক্যাপ্রি গ্লোবাল দল কিনেছে এমিরেটস টি-টোয়েন্টি লিগে। চেন্নাই সুপার কিংসও ফ্র্যাঞ্চাইজি কেনার চিন্তাভাবনা করছে। চাউর হয়েছে, আইপিএলের প্রায় দলই নতুন এ লিগে ফ্র্যাঞ্চাইজি কিনছে। এ টুর্নামেন্টে খেলতে নিজেদের ক্রিকেটারদের অনুমতি দিতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।