বুন্দেসলিগায় অগসবুর্গের কাছে ২-১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ
বুন্দেসলিগায় অঘটনের শিকার বায়ার্ন মিউনিখ। অগসবুর্গের কাছে ২-১ গোলে হেরেছে চ্যাম্পিয়নরা।ঘরের মাঠে বাভারিয়ানদের বিপক্ষে লিড নিতে ২৩ মিনিট সময় নেয় অগসবুর্গ। স্বাগতিকদের হয়ে ডেডলক ভাঙেন ম্যাডস পেডারসেন।৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার আন্দ্রে হেন। বিরতির আগে থমাস মুলারের অ্যাসিস্ট থেকে ব্যবধান কমান রবার্ট লেভানডভস্কি।দ্বিতীয়ার্ধ্বে সুযোগ পেলেও আর স্কোরলাইনে কোনও পরিবর্তন আনতে পারেনি দুই দল।
Posted in: খেলা