জাভির অভিষেক আজ
বার্সেলোনার কোচ হিসেবে আজ অভিষেক হচ্ছে জাভি হার্নান্দেজের। রাত ২টায় এস্পানিওলের মুখোমুখি হবে কাতালানরা।কোচ আসে কোচ যায়। তবুও ভাগ্য বদলায় না বার্সেলোনার। দুই মৌসুমে অর্জন বলতে এক কোপা দেল রে শিরোপা। পেপ গার্দিওলা-লুই এনরিকেদের সাফল্যে মোড়ানো পথে ব্যর্থ হয়েই বিদায় নিয়েছেন কিকে সেঁতিয়ে ও রোনাল্ড কোম্যান। দীর্ঘ খরায় এক পশলা বৃষ্টির মতো এলেন জাভি।এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বি দিয়ে নতুন পরিচয়ে ন্যু ক্যাম্পে নামছেন ক্লাব কিংবদন্তি। প্রথম অভিযানে আলোচনায় জাভির টিকিটাকা কৌশল।৬ বছর পর আবারও ব্লগানার জার্সিতে দেখা যেতে পারে দানি আলভেজকে।
Posted in: খেলা