শিল্পায়নের হাত ধরে আফ্রিকায় দারিদ্র্য নির্মূলের আশা জাতিসংঘের
আফ্রিকার দেশগুলোতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পায়নের মাধ্যমে এ অঞ্চলের পরনির্ভরশীলতা এবং দারিদ্র্য দূর করা সম্ভব হবে বলে আশা করছে জাতিসংঘ। শনিবার (২০ নভেম্বর) আফ্রিকার শিল্পায়ন দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি। আফ্রিকার জন্য দ্বিতীয় শিল্পোন্নয়ন দশক কাঠামোর আওতায় (১৯৯১-২০০০) জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৮৯ সালে ২০ নভেম্বরকে আফ্রিকার শিল্পায়ন দিবস ঘোষণা করে। সেই থেকে মহাদেশটিতে শিল্পায়নের গুরুত্ব এবং তাদের নানা চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী বিশেষ আয়োজন করে সংস্থাটি।এ বছর দিবসটি উপলক্ষে দেওয়া বিশেষ বার্তায় জাতিসংঘ বলেছে, আফ্রিকায় শিল্প খাতে নতুন যন্ত্রপাতি ও নতুন কৌশল প্রবর্তনের মাধ্যমে উৎপাদনশীলতা ও কর্মশক্তির সক্ষমতা বাড়ানো সম্ভব। এভাবে নতুন কর্মসংস্থান ও সম্পদ সৃষ্টি হলে তা দারিদ্র্য দূরীকরণে যথেষ্ট অবদান রাখবে।