ভারতের অন্ধ্র প্রদেশে বন্যায় ৮ জনের মৃত্যু
ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে বন্যায় আটজনের প্রাণহানি হয়েছে। এখনো নিখোঁজ ১২ জন। রাজ্যে একদিনেই ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর ফলে সৃষ্ট বন্যায় রায়ালসীমাসহ দক্ষিণ উপকূলীয় জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির বিমানবাহিনী, এসডিআরএফ এবং ফায়ার সার্ভিস। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্তদের সাহায্যের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক পর্যায়ে জরিপ করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নদী-নালার পানি ছাপিয়ে দুপাশের অঞ্চলে বন্যার সৃষ্টি করেছে। বন্যায় ভেঙে গেছে বেশ কিছু সড়ক, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেশ কিছু এলাকার সড়কে পানি জমে গেছে। পানির তোড়ে ভেসে গেছে অনেক গাড়িও।