বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ, গুলি চালিয়েছে ডাচ পুলিশ

লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ, গুলি চালিয়েছে ডাচ পুলিশ 

112237dutch

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার জেরে নেদারল্যান্ডসে তিন সপ্তাহের লকডাউন ও কিছু বিধিনিষেধ আরোপ করেছে ডাচ সরকার। এছাড়া জরুরি প্রয়োজনে করোনা টিকার পাস নিয়ে চলাফেরা করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে বহু মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে গুলি চালিয়ৈছে ডাচ পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার নেদারল্যান্ডসের রোটেরডাম শহরে কয়েকশ মানুষ বিক্ষোভ করলে এ ঘটনা ঘটে। জানা গেছে, পুলিশকে লক্ষ করে ইট-পাথর নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। এছাড়া পুলিশের দুটি গাড়িও তারা ভাঙচুর করেছে।

এসময় পুলিশ গুলি চালালে সাতজন মানুষ আহত হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

পরে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। বিক্ষোভ থামাতে জলকামান ব্যবহার করে পুলিশ।

রোটেরডাম পুলিশের মুখপাত্র বলেছেন, বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠেছিল। সাধারণ মানুষের প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ গুলি চালিয়েছে।

রোটেরডামের মেয়র আহমেদ আবুতালেব ঘটনাটিকে ‘সহিংসতার বেলেল্লাপনা’ হিসেবে বর্ণনা করেছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone