বৃহস্পতিবার তারেক রহমানের কারামুক্ত দিবসের আলোচনা
এইদেশ এইসময়, ঢাকা : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্ত দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উত্তরাঞ্চল ছাত্র ফোরাম নামের একটি সংগঠন এদিন বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সভাপতিত্ব করবেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
প্রসঙ্গত, আগামী ৭ মার্চ তারেক রহমানের ষষ্ঠ কারামুক্ত দিবস।
Posted in: জাতীয়