সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় সাংবাদিক নিহত
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। তিনি রেডিও মোগাদিসু’র জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন। শনিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শহরের একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।আবদিআজিজ মাহমুদের চাচাতো ভাই আব্দুল্লাহি জানান, আবদিআজিজ রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরপরই আত্মঘাতী বোমা হামলার শিকার হন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তিনি আরও জানান, আল-শাবাবের কর্মকাণ্ডের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন এই গুণী সাংবাদিক আবদিআজিজ। সোমালিয়ান উপ-তথ্যমন্ত্রী আবদিরাহমান ইউসুফ ওমর বলেন, দেশ একজন সাহসী মানুষকে হারালো।সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সাংবাদিক আবদিআজিজ আল-শাবাবের কট্টর সমালোচক ছিলেন।