বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, September 19, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ১১,৯৭২ রান করে ক্রিকেট ছাড়লেন তুষার ইমরান

১১,৯৭২ রান করে ক্রিকেট ছাড়লেন তুষার ইমরান 

155037tusher

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এক অসামান্য ক্রিকেটারের নাম তুষার ইমরান। আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছেন। সেই তুষার ইমরান আজ সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন। ইচ্ছা ছিল ১২ হাজার রান করে ক্রিকেট ছাড়বেন। তবে চোটের কারণে সেটা আর হলো না। ৩৭ বছর ৩৩৬ দিন বয়সী এই ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করতে হলো ১১, ৯৭২ রান করে।

চোটের কারণে জাতীয় লিগের শেষ ম্যাচে মাঠে নামা হয়নি খুলনা বিভাগের হয়ে খেলা তুষারের। এর আগের রাউন্ডেও মাঠে নামতে পারেননি। আজ রবিবার বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচ শুরুর আগে তাকে সংবর্ধনা দেওয়া হয়।এর আগে অবশ্য শনিবার ২০ নভেম্বর ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দিয়ে তিনি। লিখেন, ‘আগামীকাল (রবিবার) প্রথম শ্রেণির ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে মাঠে যাব। দোয়া করবেন।’

২০০১ সালে শুরু হয় তার প্রথম শ্রেণির ক্যারিয়ার। ওই বছরই সুযোগ পান জাতীয় দলে। ১৮২ ম্যাচে ৩০৭ ইনিংস ব্যাট করে তুষারের রান ১২ হাজার ছুঁইছুঁই। রয়েছে ৩২টি সেঞ্চুরি ও ৬৩টি টি ফিফটি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের আর কোনো ব্যাটার ১০ হাজার রানও ছুঁতে পারেননি।  ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিয়মিত রান করে গেলেও নির্বাচকরা উপেক্ষাই করে গেছেন। যে কারণে জাতীয় দলের হয়ে ৪১ ওয়ানডে আর ৫ টেস্টেই থেমেছে তার ক্যারিয়ার। ২০০৭ সালে বাদ পড়ার পর আর ডাক পাননি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone