৬ আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নিয়ে কনসার্ট
ফের দর্শকের মাঝে ফিরছে আন্ডারগ্রাউন্ড ছয়টি জনপ্রিয় ব্যান্ডদল নিয়ে কনসার্ট সিরিজ ইস্ট বেঙ্গল অনস্লট। এটি হতে যাচ্ছে এই সিরিজের তৃতীয় কনসার্ট। দেশের অভ্যন্তরীণ মেটাল ঘরানার গানকে দর্শকের মাঝে তুলে ধরতেই তাদের এই আয়োজন।
জানা গেছে, কনসার্টটি যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। দর্শক চাইলে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ভেন্যুতেও টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এই শোর হেড লাইনিং ব্যান্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে দেশীয় ব্যান্ড ট্রেইনরেকে। তারাই দেশের প্রথম ব্যান্ড হিসেবে জার্মানির ওয়াকেন মেটাল ব্যাটলে পারফর্ম করে এসেছে। এ ছাড়া থাকছে ওরাটর, ক্রোনিক্যালস, থ্র্যাশ, টর্চার গোরগ্রাইন্ডার ও গড্ড্যাম।
কনসার্টটি আয়োজন করা হচ্ছে বাংলাদেশ মেটাল অ্যালাইন্স ও মার্চেন্ডাইজ কম্পানি ক্র্যাংক।