বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই ও বিবিসিসিআই

যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই ও বিবিসিসিআই 

153238257619908_581438989779103_6811517784102281236_n

তৈরি পোশাক ছাড়া বাংলাদেশের আর কোন পণ্য ব্রিটেনে ব্যাপক ভিত্তিতে রপ্তানি হয়না।  যেসব পণ্য দেশটিতে যায়, তার মূল ক্রেতা মূলত বাংলাদেশী প্রবাসীরাই। এ অবস্থার পরিবর্তন ঘটাতে চায় বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এজন্য ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসিআই)-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে সংগঠনটি। গতকাল শনিবার এফবিসিসিআই ভবনে, বিবিসিসিআই এর সভাপতি জনাব বশির আহমেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাত কালে এ বিষয়ে কথা বলেন এফবিসিসিআই সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন।

২য় ও ৩য় প্রজন্মের প্রবাসী বাংলাদেশীরা ব্রিটেনের অর্থনীতির মূল ধারায় অবদান রাখছে এবং নিজেদের অবস্থানকে দৃঢ় করেছে। তাদের মাধ্যমেই দেশটির বাজারে বাংলাদেশী পণ্যের বাজার বিস্তৃত করতে আগ্রহী এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন। এ লক্ষ্যে ঢাকা সফররত বিবিসিসিআই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য ও জুতা, হ্যান্ড্রিক্যাফটসের ব্যবসায়ীদের নিয়ে শিগিগরই বৈঠকের আয়োজন করবে এফবিসিসিআই। ব্রিট্রেনের বাজারে রপ্তানি সমস্যা চিহ্নিত ও দূর করতে এ বৈঠকে কৃষি মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিমান বন্দর ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হবে।

সাক্ষাৎ অনুষ্ঠানে বিবিসিসিআই সভাপতি জনাব বশির আহমেদ বলেন, বাংলাদেশী রপ্তানিকারকরা ব্রিটেনে বিপণন কৌশলে পিছিয়ে আছেন। বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে তথ্য জানা থাকলে, ব্রিটেনের ক্রেতাদের মধ্য এ দেশের পণ্য কেনার আগ্রহ আরো বাড়তো। ভবিষ্যতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে খাত ভিত্তিক ওয়াকিং গ্রুপ তৈরির ব্যাপারে একমত হয়েছেন দুই বাণিজ্য সংগঠনের সভাপতি।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি  এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, মোঃ হাবীব উল্লাহ ডন এবং পরিচালক  সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং ড. ফেরদৌসী বেগম।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone