কে হচ্ছেন ম্যানইউয়ের কোচ? জিদান নাকি রজার্স
ম্যানচেস্টার ইউনাইটেডে শেষ হয়ে গেল ওলে গানার শোলসকায়ের অধ্যায়। তলানির দল ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে হারের পর জরুরি সভায় বসেন বোর্ড কর্তারা। পাঁচ ঘণ্টার সেই সভায় নির্ধারিত হয়ে যায় শোলসকায়েরের ভাগ্য।
প্রিমিয়ার লিগে সর্বশেষ সাত ম্যাচে পাঁচ হারের পর শোলকায়েরের সঙ্গে সম্পর্ক শেষ করার ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে রবিবার জানিয়ে দেয় ম্যানইউ, ‘ম্যানেজার হিসেবে শোলসকায়ের আর দায়িত্বে থাকছেন না। অনুশোচনা নিয়েই কঠিন এই সিদ্ধান্তটা নিয়েছি আমরা।’
বিশ্বের অন্যতম ধনী এই ক্লাবের ভারপ্রাপ্ত কোচ এখন মাইকেল ক্যারিক। নতুন কোচ হিসেবে জিনেদিন জিদানকে আনতে চায় ম্যানইউ। তবে মৌসুমের মাঝপথে দায়িত্ব নিতে চান না জিদান। আলোচনায় আছেন লিস্টার কোচ ব্রেন্ডন রজার্সও।