ত্রিপুরায় তৃণমূলনেত্রী সায়নী ঘোষ গ্রেপ্তার
ভারতের ত্রিপুরায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ গ্রেপ্তার হয়েছেন। এদিকে তৃণমূলের অভিযোগ- বিজেপি শাসিত ত্রিপুরায় বিশৃঙ্খলা চলছে। ত্রিপুরায় বারবার সহিংসতা হচ্ছে বলে অভিযোগ করে বিষয়টি দিল্লিতে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। খবর এনডিটিভির।
গতকাল রবিবার রাতেই কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা তৃণমূলের ১৫ জনেরও বেশি আইনপ্রণেতার। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ত্রিপুরায় সহিংসতা নিয়ে আলোচনার জন্য সাক্ষাতের সুযোগ চেয়েছেন। তৃণমূল জানিয়েছে, আজ সোমবার সকালে তারা দিল্লিতে ধর্নায় বসবেন।
ত্রিপুরায় যাওয়ার দলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপোসহ দলের আরো অনেকের থাকার কথা।
এরই মধ্যে সায়নী ঘোষকে গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশ। তৃণমূলের অভিযোগ সায়নী ঘোষের ওপর হামলা চালিয়েছে বিজেপির ‘গুন্ডা’রা।
সায়নী ঘোষের সঙ্গে যারা ছিলেন, তাদের ওপরও হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূল।