ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, অভিযুক্ত ইসরায়েলি মন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মী
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের বাড়িতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা এক ব্যক্তির বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। সাত হাজার ডলারের বিনিময়ে ইরানের একজন লোকের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। খবর রয়টার্সের।
জানা গেছে, অভিযুক্ত ওমরি গোরেন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন বেনি গান্তজের বাড়িতে। ২০১৮ সাল থেকে কাজ করছিলেন তিনি। আর ওই সময় বেনি গান্তজ ইসরায়েলেল সেনা প্রধান ছিলেন।
আদালতে বিষয়টির বিচার চলছে। অভিযোগ প্রমাণ হলে ওই ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আদালতের নথিতে উল্লেখ রয়েছে, ওই পরিচ্ছন্নতাকর্মী অজ্ঞাত একজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। মন্ত্রীর বাড়ির বেশ কিছু ছবি ওই ব্যক্তির কাছে পাঠিয়েছেন তিনি। এছাড়া মন্ত্রীকে নিয়েও তিনি কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়।