যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি তুলে দেওয়ায় নিহত ৫
গতকাল রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ওয়াউকেশাতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ক্রিসমাস প্যারেডে দামি গাড়ি এসইউভি তুলে দেওয়ার ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪০ জনের বেশি।
বেলিংহামহেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, মিলওয়াকি থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে ওয়াউকেশা’র ডাউনটাউনের মধ্য দিয়ে আনন্দ মিছিল যাওয়ার সময় ব্যাপক ভিড়ের মধ্যে লোকজন আনন্দ করছিল। ওই সময় একটি লাল এসইউভি গাড়ি পার হয়ে যাওয়ার জন্য হর্ন দিচ্ছিল। এরপর মিছিলের মধ্যে দিয়ে গাড়িটি চালিয়ে দেওয়া ঘটনা ঘটে।
এতে অন্তত পাঁচজন মারা গেছে এবং ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। এ ব্যাপারে পরে বিবৃতিতে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
ওয়াউকেশা পুলিশের প্রধান ডেনিয়েল থমসন বলেছেন, মিছিল করা লোকদের মধ্য দিয়ে গাড়িটি দ্রুত গতিতে চলার কারণে এ ঘটনা ঘটেছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো বলেছেন, আমাদের পুলিশ কর্মকর্তারা আহতদের অনেককেই হাসপাতালে পৌঁছে দিয়েছেন। বাকিদের হাসপাতালে নিয়ে গেছে তাদের পরিবারের সদস্যরা কিংবা বন্ধুরা।
পুলিশ গাড়িটি সনাক্ত করেছে এবং একজনকে আটক করে এলাকাটিকে নিরাপদ বলে ঘোষণা করেছে।