বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » লাইফ স্টাইল » ব্যস্ততায় সৌন্দর্য ধরে রাখুন

ব্যস্ততায় সৌন্দর্য ধরে রাখুন 

black-cute-babies-next-girl-smiley-face-and-leaves-433843_46603

লাইফস্টাইল ডেস্ক : দৈনন্দিন জীবনে নারীরা এখন সংসার এবং কর্মক্ষেত্র নিয়ে খুবই ব্যাস্ত।যার ফলে নিজের যেত্নর প্রতি খেয়াল থাকে না। আর ধীরে ধীরে তারা হাড়িয়ে ফেলে তারন্য। মনের দিক থেকে সে একসময় বুড়ো হতে শুরু করে। ব্যস্ততার মাঝে যেসব নারীরা নিজের সৌন্দর্য হাড়িয়ে ফেলতে বসেছেন তাদের জন্য আমাদের এই আয়োজন। খুব সহজে ঘরে বসে সৌন্দর্য ধরে রাখতে কিছু টিপস দেয়া হল:

মধু আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন মিনিটপনেরো। মধু যখন আপনার ত্বক উজ্জল করবে, লেবুর প্রাকৃতিক ব্লিচিংগুন ত্বককে করবে আরও ফর্সা।

প্রতিদিনই ত্বক ক্ষতিগ্রস্ত হয়। ধুলোবালি ত্বকে ব্রণ তৈরিতে সাহায্য করে। এ জন্য দরকার ময়েশ্চার প্যাক। ডিমের সাদা অংশ ও মধু মিশিয়ে রাখুন। মুখে ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে মুখের দাগ কমে ত্বক উজ্জ্বল হবে।

ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে নিন ,তাড়াতাড়ি মিলিয়ে যাবে ।

আপেল খাবেন তখনই আপেলের খোসাটা হাত পায়ে ঢলে নিন ।ফর্সা হবে পরিস্কার হবে।

পায়ের গোড়ালী ফাটলে ,পেয়াজ বেটে প্রলেপ দিন ।ক্রীম কিংবা স্ক্রাব এর ঝামেলায় যেতে হবেনা ।

প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাত মাজেন কুলি করেন তবুও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় ?ব্যাপার না ,নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে টানা দুইমাস নিয়মিত দুই কোঁয়া করে কমলালেবু খান ।

পুরনো তেঁতুল পানিতে গুলে নিন। গোলানো তেঁতুল চুলের গোড়ায় ভালো করে লাগান। ১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন তেঁতুল মাথায় দিন। এতে খুশকি যেমন দূর হয় তেমনি মাথার চুলকানিও কমে যায়।

উজ্জ্বল ত্বকের জন্য মটর ডাল বাটা, সয়াবিন গুঁড়ো অথবা চালের গুঁড়ো বা ময়দার সঙ্গে বাঙ্গি মিশিয়ে নিন। একটু ম্যাসাজ করে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল থাকবে।

কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন ,কালো দাগ তো উঠবেই সাথে ঠোটে গোলাপী ভাব আসবে ।

কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন । চলে যাবে ।

ফুটন্ত পানিতে কয়েকটা তুলসীপাতা ও নিমপাতা ফেলে সেই ভাপটা নিবেন, কারন এতে ত্বক পরিস্কার হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone