বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » উইন্ডিজকে উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু শ্রীলঙ্কার

উইন্ডিজকে উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু শ্রীলঙ্কার 

164454win

জয় দিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করলো শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে আজ তারা ১৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচ থেকে তাদের অর্জন মূল্যবান ১২ পয়েন্ট। ৩ ম্যাচ শেষে ১ জয় ও ২ হারে ওয়েস্ট ইন্ডিজের নামের পাশেও ১২ পয়েন্ট আছে।

গল-এ চতুর্থ দিন শেষেই জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিল শ্রীলঙ্কা। ম্যাচটি জিততে শেষ দিনে তাদের প্রয়োজন ছিল ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২৯৬ রান। কিন্তু আজ, পঞ্চম দিন ১৬০ রানে অল-আউট হয়ে হার বরণ করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ক্যারিবীয়রা ৬ উইকেটে ৫২ রান করেছিল। মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। দিনশেষে অপরাজিত থাকেন এনক্রুমার বোনার ও জসুয়া ডি সিলভা।

বোনার ১৮ ও ডি সিলভা ১৫ রানে অপরাজিত ছিলেন। আজ দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন। ডি সিলভা ৫৪ রানে থামলেও ৬৮ রানে অপরাজিত থাকেন বোনার। তার সাথে লোয়ার-অর্ডারের কোন ব্যাটার বড় জুটি গড়তে না পারলে ১৬০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দিতে বড় অবদান রাখেন শ্রীলঙ্কার দুই স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিস।

২৯ ওভারে ৪৬ রানে ৫ উইকেট নেন এম্বুলদেনিয়া। এটা তার টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকার। অন্যদিকে ৬৪ রানে ৪ উইকেট নেন মেন্ডিস। প্রথম ইনিংসে ৩৮৬ এবং  ৪ উইকেটে ১৯১ রান করে  নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২৩০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৯ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone